ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে বাল্যবিয়ের সময় বরের বাবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

ঢাকা: ধামরাইয়ের খাগুটিয়া গ্রামে বাল্যবিয়ের প্রস্তুতির সময় শনিবার রাতে বরের পিতা আকবর হোসেন সিকদার (৬২) ও ছোট ভাই আতাউর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বরসহ কনের পরিবার পালিয়ে যায়।



কনে সম্পা বালিয়া ওদুদুর রহমান খান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

পুলিশ জানায়, খাগুটিয়া গ্রামের শেখ মজিবর রহমানের মেয়ে সম্পা আক্তারের সঙ্গে চৌহাট ইউনিয়নের পাড়াগ্রামের আকবরের বিবাহিত ছেলে জিয়াউর রহমান সিকদারের (৪০) বিয়ের দিন ধার্য করা হয়েছিল। স্বামীর আবারো বিয়ে করছে শুনে তার দ্বিতীয় স্ত্রী সাঈমা ইসলাম শনিবার দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।

পরে ইউএনও মাকসুদা হোসেনের নির্দেশে ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশি তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক আব্দুল জলিল ঘটনাস্থলে গিয়ে বরের বাবা ও ছোট ভাইকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইউএনও মাকসুদা হোসেন বাংলানিউজকে জানান, সবাই সচেতন হলেই এ ধরনের অপকর্ম প্রতিহত করা সম্ভব।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মার্চ ২৭,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।