ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কামারুজ্জামান ও কাদের মোল্লাকে কারাগারে ডিভিশন দিতে হাইকোর্টের দেওয়া নির্দেশ আপিল বিভাগে বহাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দুই জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে কারাগারে ডিভিশন দিতে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের করা লিভ টু আপিলের ওপর রোববার সকালে শুনানি নিয়ে তা খারিজ করে দেন আপিল বিভাগ।



প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে সাত সদস্যের পূর্নাঙ্গ বেঞ্চ এ শুনানি নেন।

আপিল বিভাগের রায়ের পর দুই জামায়াত নেতার কারাগারে ডিভিশন পেতে কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন তাদের আইনজীবী মীর আহমেদ বিন কাশেম।

২০১০ সালের ৪ আগস্ট এই দুই নেতার পক্ষে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ডিভিশনের আবেদন জানানো হয়। পরে ঢাকা জেলা প্রশাসনেও আবেদন করা হয়। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় গত ১১ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে কেনো ডিভিশন দেওয়া হবে না জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট বিভাগ। ১৫ ডিসেম্বর রুলের শুনানি নিয়ে জেল কোড অনুযায়ী ডিভিশন দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

গত ১১ মার্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার পক্ষ।

রোববার আপিল আবেদনটি খারিজ করে দেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময় ১০৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।