ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

সাভার: আশুলিয়া পশ্চিম পলাশবাড়ী এলাকা থেকে শনিবার বিকেলে মনোয়ারা বেগম (২৭) নামের এক তৈরি পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ওই এলাকায় ফজলুল হকের শ্রমিক পল্লীতে ভাড়া থাকতেন।

মনোয়ারা জামগড়া এলাকার পোশাক কারখানা নুরজাহান সোয়েটারের অপারেটর ছিলেন।

প্রতিবেশী লাইলি বেগম জানান, বিকেলে রান্না করার সময় কলোনীর বাচ্চারা খেলতে গিয়ে মনোয়ারার ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে। এ সময় তিনি ঘরের ভেতরে মনোয়ারার লাশ দেখতে পয়ে পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মনোয়ারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর তার স্বামী বিল্লাল পলাতক রয়েছে।

শনিবার রাতেই লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বাদি হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।