ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মংলায় ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণে বন্দর স্থবির

মংলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

মংলা: রোববার সকালে মংলার উপরদিয়ে ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণ হয়েছে। এ কারণে মংলা বন্দরে অবস্তানরত সকল বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ বন্ধ রয়েছে।



বর্ষণের কারনে মংলা ও তার আশেপাশের এলাকার প্রায় ১০০ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বঙ্গোপোসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে অবস্থান করলেও একটি ফিশিং বোর্ড ডুবে গেছে। এ সময় বোর্ডটিতে কেউ না থাকায় মাঝিদের কোন ক্ষতি হয়নি বলে জানান স্থানীয়রা।

সকাল থেকেই বঙ্গোপোসাগর ও বন্দরের পশুর নদী উত্তাল রয়েছে। এ কারনে সকল নৌকা ও ট্রলারে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।