ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-৫০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

ভোলা: ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই চেয়াম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

এদের মধ্যে ২২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোলা সদরের দক্ষিন দিঘলদী ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গজনবী টিপু ও আ’লীগ সমর্থিত প্রার্থী ইকতিয়ার স্বপনের সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত ৫০ জন আহত হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, শাহজল (৩০), জসিম (৩০), মামুন (৫০), আজমল (৩২), শাফিজল (৩২), ফারুক (৩৩), আলাউদ্দিন (৩০), আলামিন (২৫), জাকির (৩৩), আবু শাহেদ (৩২), রফিকুল (২২), ফারুক (২৬), জুলহাস (৩৪), বাশার (২৭), মিঠু (৩০), অলি (৩০), সবুজ (২২), মনজু (৩২), মোস্তফা (৩০), শাহজাহান (৫০), সেরাজল (৫০) ও ফিরোজ (২০)।

এ ব্যাপারে ভোলা থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৫ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad