ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় নির্বাচনী আচরণবিধি না মানায় ৪ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১

ভোলা: ভোলার চরফ্যাশন ও লালমোহনে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে ৪ জনের ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের মো: হারুন (২৫), আলমগীর (৩০), মনির (২৭) ও লালমোহন পৌর ৫ নং ওয়ার্ডের মো: ফজলু (২৯)।



ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল আখতার বাংলা নিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতের একটি দল শনিবার রাতে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় নির্বাচনী আচরণবিধি অমাণ্য করে প্রার্থীর পক্ষে মিছিল করার অভিযোগে হারুন, আলমগীর ও মনিকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ইউপি নির্বাচন ২০১০ সনের ৬ এর ক ধারায় উল্লেখিত ৩ জনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও একই দিন লালমোহন উপজেলার ৫ নং ওয়ার্ডে  মো: ফজলু নামে এক বহিরাগতকেও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ