ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন সাত বরেণ্য ব্যক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৬, মার্চ ২৫, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রামের সাত বরেণ্য ব্যক্তিকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

এরা হচ্ছেন-মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মান্নান (মরণোত্তর), ভাষা সৈনিক ও সাবেক গণপরিষদ সদস্য আবদুল্লাহ আল হারুন (মরণোত্তর), ভাষা সৈনিক ও সাবেক সাংসদ চৌধুরী হারুন অর রশীদ, ভাষা সৈনিক ও সাবেক সাংসদ এ কে এম রফিকুল্লাহ চৌধুরী, ভাষা আন্দোলনের মহিলা সংগঠক অধ্যাপিকা মাহফিল আরা আজমত (মরণোত্তর), শিক্ষা কমিশনের সাবেক সচিব ফেরদৌস খান, ভাষা আন্দোলনের সংগঠক ও প্রবীণ গণফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এএএম এমদাদুল ইসলাম।



চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহম্মদ বাংলানিউজকে বলেন, ‘ভাষা  আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রামের এসব বরেণ্য ব্যক্তিদের সম্মাননা দেওয়া হচ্ছে। ’

আগামী ২৬ মার্চ বিকেল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিটি মেয়র এম মনজুর আলম উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেবেন বলে তিনি জানান।

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীতে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ প্রথম দিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নগরীর জাকির হোসেন রোডের বধ্যভূমি স্মারক স্তম্ভে মিলাদ ও দোয়া মাহফিল।

এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও কর্পোরেশনের পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ