ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চার দেশ নিয়ে ট্রানজিট বাস্তবায়ন হবে: দীপু মনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

ঢাকা: বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল নিয়ে প্রস্তাবিত ট্রানজিট পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘চার দেশ নিয়ে ট্রানজিটের যে প্রস্তাব রয়েছে, তা বাস্তবায়িত হবে।



বৃহস্পতিবার রাতে হোটেল সোনারগাঁওয়ে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

ভুটানের রাজার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দু’দেশের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। ’

তিনি বলেন, ‘ভুটান বাংলাদেশের ঘনিষ্ঠতম একটি দেশ। মুক্তিযুদ্ধে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ভুটান আমাদের পাশে ছিল। ’

রাজার সঙ্গে বৈঠকে রাজাকে পররাষ্ট্রমন্ত্রী তার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরের অভিজ্ঞতার কথা জানান।

সার্কের চেয়ারম্যান হিসেবে ভুটানের ভূমিকারও প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও ট্রানজিটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান ভুটানের রাজা।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।