ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বগুড়া: বগুড়া সদরের বুজরুকবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুখু মিয়া (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। সে বুজরুকবাড়িয়া নামাপাড়ার উজ্জ্বলের ছেলে।



ওই শিশুর চাচা সামাদ বাংলানিউজকে বলেন, সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করার একপর্যায়ে বৈদ্যুতিক মিটারের সঙ্গে থাকা আর্থিং তারে পিঠ লাগলে দুখু জ্ঞান হারিয়ে ফেলে।

পরে উদ্ধার করে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলানিউজকে শিশু দুখু মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার আওতাধীন নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজিজ মণ্ডল।

তিনি আরও জানান, সাধারণত মিটারের সঙ্গে থাকা এ ধরনের আর্থিং তারে বিদ্যুৎ থাকে না। এ আর্থিং তারে বিদ্যুৎ থাকার বিষয়টি রহস্যজনক।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।