ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে  বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।



বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী র‌্যাব-১১  হেড কোয়ার্টার প্রাঙ্গণে বুলডেজার দিয়ে এসব মাদক ধ্বংস করা হয়।

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শরিফুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

 মাদকদ্রব্যের মধ্যে ছিল, ফেনসিডিল ১ হাজার ৩৮৮ বোতল, গাঁজা ১ হাজার ৩৩ কেজি ৩শ’ গ্রাম, রিকোডেক্স ১ হাজার ৩৩২ বোতল, হুইস্কি ১৩৯ বোতল, বিয়ার ৫২৭ ক্যান, ইয়াবা ১২ হাজার ৫৮০টি, সেনেগ্রা ৮৪টি, হোরোইন ১০৩ পুরিয়া, টার্গেট ট্যাবলেট ৩৯ হাজার ৯৩৯টি, ডেক্সটান ট্যাবলেট ১ হাজার , হোয়াইট মেসিফ ১৫ বোতল, ডিওপি ইনজেকশন  ৮শ’টি।

বাংলাদেশ সময় : ১৭৫২ ঘন্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।