ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাকালুকিতে বিলুপ্তপ্রায় প্রজাতির ব্ল্যাক হেডেড আইবিশ

মুনজের আহমদ চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১
হাকালুকিতে বিলুপ্তপ্রায় প্রজাতির ব্ল্যাক হেডেড আইবিশ

মৌলভীবাজার: দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে এবার দেখা মিলেছে বিরল প্রজাতির ‘ব্ল্যাক হেডেড আইবিশ’ পাখির। দেশীয় জাতের এ পাখি এখন বিলুপ্তপ্রায়।



প্রসঙ্গত, প্রতিবছরই হাকালুকি হাওরে বিলুপ্তপ্রায় প্রজাতির পাখির দেখা মেলে। চলতি বছর এ পর্যন্ত দেখা পাওয়া তিন প্রজাতির বিলুপ্তপ্রায় পাখির মধ্যে ব্লাক হেডেড আইবিশ অন্যতম।

পাখি বিশেষজ্ঞ বশির আহমদ বৃহস্পতিবার বিকেলে বাংলানিউজকে জানান, ব্ল্যাক হেডেড আইবিশ মূলত দেশীয় প্রজাতির পাখি। এদের দেখা মেলে উপকূলীয় এলাকায়। এ বছর পাখি শুমারিকালে হাকালুকি হাওরে একটি মাত্র ব্ল্যাক হেডেড আইবিশ দেখা গেছে।

তিনি জানান, কালো মাথা আর লম্বা ঠোঁঠের এই পাখিটি  দেখতে অনেকটা বকের মতোই। কীট-পতঙ্গভোজী এ পাখি অগভীর পানি থেকে খাবার সংগ্রহ করে।

বাংলানিউজকে বশির আহমদ বলেন, ‘বিলুপ্তপ্রায় এ পাখিকে এর আগে কখনোই হাকালুকি হাওরে দেখা যায়নি। দেশীয় পাখিপ্রজাতিগুলোর মধ্যে ব্ল্যাক হেডেড আইবিশ দ্রুতই বিলুপ্ত হয়ে যাচ্ছে। ’

নিরাপদ আবাসস্থলের সংকটই বিভিন্ন প্রজাতির পাখির বিলুপ্ত হওয়ার প্রধান কারণ বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।