ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রাবাড়ীতে ডিসি অফিস কর্মচারি জামাল খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

ঢাকা: ঢাকা জেলা প্রশাসনের বিচার শাখার সহকারি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জামাল (৫২) হত্যাকাণ্ডের দুইদিন পেরিয়ে গেলেও ঘটনার কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ।

যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পরে থানার উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টির তদন্তে নামলেও পুলিশের কর্তাব্যক্তিরা তদন্তের অগ্রগতি সম্পর্কে মন্তব্য করতে নারাজ।



গত সোমবার দিবাগত রাতে মাতুয়াইল এলাকায় নিজ নির্মাণাধীন বাড়িতে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন জামাল। রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মঙ্গলবার নিহতের ছেলে আক্তারুজ্জামান খান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা থানার ইন্সপেক্টর (তদন্ত) অবনীশঙ্কর কর বাংলানিউজকে জানান, থানার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা তদন্তে ইতিমধ্যেই মাঠে নেমেছেন। ঘটনাস্থলের আশেপাশের লোকজনকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৬৪০ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।