ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেসরকারি শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
বেসরকারি শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি

ঢাকা: বেসরকারি শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বেসরকারি শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রের উদ্যোক্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব পার্কস অ্যান্ড রিসোর্ট অব বাংলাদেশ (এপারব)।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে এই দাবি জানান সংগঠনের নেতারা।



চলতি ২০১০-১১ অর্থ বছরের বাজেটে বেসরকারি এই খাতটির ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে সরকার।

সংগঠনের নেতারা জানান, ছুটির দিন ছাড়া খুব বেশি দর্শনার্থী পার্কে আসেন না। প্রকৃতিক দুর্যোগসহ হরতালের দিনও পার্ক বন্ধ রাখতে হয়। কিন্তু পার্কের রাইড পরিচালনা, রক্ষণাবেক্ষণসহ বিদ্যুৎ না থাকলে পার্ক সচল রাখতে প্রচুর খরচ হয়।

পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো যেহেতু সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখছে, তাই বাজেটে এ খাতের আমদানি শুল্ক ন্যূনতম পর্যায়ে রেখে ভ্যাট সম্পূর্ণ মওকুফের দাবি জানান তারা।

বাংলাদেশ সময় ১৯৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।