ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে সাড়ে ৪ হাজার কেজি ভেজাল ঘিসহ আটক ২, মামলা দায়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

চট্টগ্রাম: মহানগরীতে সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘিসহ ও দু’জনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে কোতয়ালি থানার ফিরিঙ্গ বাজারের ব্রিজঘাট এলাকা থেকে কাভার্ড ভ্যানভর্র্তি এসব ভেজাল ঘি আটক করা হয়।



আটকৃত দুজন হলেন ভেজাল ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজাম ফুড প্রোডাক্টের মালিক নিজামউদ্দিন (৩৫) এবং তার কর্মচারী কামরুল ইসলাম।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ভেজাল ঘি তৈরি এবং বাজারজাত করার অপরাধে আটকৃতদের বিরুদ্ধে বিশেষ মতা আইনে মামলা করা হয়েছে। পাবনার বাঘাবাড়ির ‘স্পেশাল ঘি’-এর মোড়কে এসব ভেজাল ঘি বিক্রির জন্য ঢাকা থেকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad