ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিগগির আরও চার দেশে বাংলাদেশ দূতাবাস

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

ঢাকা:  শিগগিরই পর্তুগাল, লেবানন, মরিশাস ও নাইজেরিয়ায় দূতাবাস খুলছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পক্ষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ একথা জানান।



তিনি বলেন, ‘পর্তুগাল, লেবানন, মরিশাস ও নাইজেরিয়ায় দূতাবাস খোলার ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। অদূর ভবিষ্যতে গুরুত্ব বিবেচনা করে সরকার বিভিন্ন দেশে বাংলাদেশের নতুন দূতাবাস খোলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ’

সরকারি দলের সাংসদ নূরুল ইসলাম বিএসসি’র এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে ৪৭টি দেশে বাংলাদেশের আবাসিক দূতাবাস এবং ১১টি দেশে উপ-দূতাবাস রয়েছে। এছাড়া ব্রাজিল, সুদান, সিয়েরালিওন এবং আফগানিস্তানে দূতাবাস খোলার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ইতালির মিলান, চীনের কুনমিংয়ে কনস্যুলেট খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ’

এর মধ্যে লন্ডন, ওয়াশিংটন, নয়াদিল্লি, বেইজিং, পিটোরিয়া ও কলকাতায় বাংলাদেশের নিজস্ব দূতাবাস ভবন রয়েছে বলেও জানান তিনি।  

হাছান মাহমদু জানান, নিজস্ব ভবন নেই এমন দূতাবাসগুলোর অফিস ভাড়া বাবদ বর্তমান অর্থবছরে প্রায় ২৯ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হবে।

রিয়াদ, দুবাই, ইসলামাবাদ ও টোকিওতে নিজস্ব দূতাবাস কমপেক্স নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দু’তিন বছরের মধ্যে এসব দূতাবাসের নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। এছাড়া কুয়ালালামপুর, কাঠমান্ডু, মিয়ানমারের নতুন রাজধানীতে বাংলাদেশ দূতাবাস কমপেক্স নির্মাণের জন্য প্লট কেনা হয়েছে। শিগগিরই এসব মিশনে দূতাবাস নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।