ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বসুন্ধরায় হচ্ছে দেশের সর্ববৃহৎ ১০ তলা মসজিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
বসুন্ধরায় হচ্ছে দেশের সর্ববৃহৎ ১০ তলা মসজিদ

ঢাকা: দেশের সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করছে শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপস্থিতিতে শুক্রবার বাদ জুমা বসুন্ধরা আবাসিক এলাকার ‘এন’ ব্লকে এই মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।



বসুন্ধরা আবাসিক এলাকার ২৫০১/এ প্লটে নির্মিতব্য মসজিদটির নাম হবে ‘বসুন্ধরা কেন্দ্রীয় মসজিদ’।

এর নির্মাণ কাজের উদ্বোধন করেন বসুন্ধরা ইসলামিক রিসার্স সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুর রহমান।

সাড়ে তিন বিঘা জমির উপর ১০ তলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে ৫০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। ওজুখানাসহ মসজিদের সবরকম সুবিধা থাকবে এখানে। উন্নতমানের টাইলস এই মসজিদের শোভা বাড়িয়ে দেবে অনেকখানি। মসজিদে থাকবে ১২০ ফুট উচ্চতার একটি সুদৃশ্য মিনার, যা তৈরি হবে কষ্টিক পাথর দিয়ে। উদ্বোধনীতে এসব কথাই জানাচ্ছিলেন মসজিদের উদ্যোক্তারা।

তারা আরও জানান, মসজিদের সঙ্গেই থাকবে একটি ঈদগা, যেখানে ঈদের নামাজ আদায় করতে পারবেন বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা। মসজিদের পশ্চিমে দেড় বিঘা জমির উপর একটি কবরস্থানের জায়গাও রাখা হয়েছে।

মসজিদটির নির্মাণ কাজের বাস্তবায়ন করছে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (ইডব্লিউপিডি) লিমিটেড।

ইডব্লিউপিডি জানায়, তিন বছরের মধ্যে মসজিদটির নির্মাণ কাজ শেষ করা হবে।

বসুন্ধরা আবাসিক এলাকায় ৫০টি মসজিদের জন্য জায়গা রাখা হয়েছে বলেও জানান তারা।


বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৩১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।