ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দু`টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ গম ও চাল কেনার সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
দু`টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ গম ও চাল কেনার সিদ্ধান্ত

ঢাকা: ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি এক লাখ মেট্রিক টন গম ও ৩০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. আব্দুল করিম সাংবাদিকদের বলেন, সরকারি খাতে ৮২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট নির্মাণ প্রকল্পের আওতায় ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্র দু’টি শান্তাহার ও কাটাখালীতে স্থাপন করা হবে বলে জানান তিনি।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেন্দ্র দু’টি স্থাপনের দায়িত্ব পেয়েছে চীনের বেসরকারি প্রতিষ্ঠান ডংফেং ইলেক্ট্রিক কর্পোরেশন।

দুু’টি কেন্দ্রই ফার্নেস অয়েলভিত্তিক হবে। এর মধ্যে শান্তাহার কেন্দ্র স্থাপনে খরচ পড়বে ৩১৯ কোটি ৯৪ লাখ টাকা। অন্যদিকে কাটাখালী কেন্দ্র স্থাপনে ৩১১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা লাগবে বলে জানান যুগ্ম-সচিব।

এছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দু’টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন করে মোট এক লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত হয়েছে।

প্রতি মেট্রিক টন ২৪৫ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে ৮৫ কোটি তিন লাখ টাকার বিনিময়ে ৫০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করবে হানিবি প্রাইভেট লিমিটেড।
 
অন্যদিকে, প্রতি মেট্রিক টন ২২১ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে ৭৬ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকায় বাকি ৫০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করবে এস আলম ট্রেডিং কোম্পানি।

একইভাবে ৩০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। প্রতি মেট্রিক টন ৪৬৭ দশমিক ৯২ মার্কিন ডলার দরে এ চাল কিনতে ৯৭ কোটি ৭০ লাখ টাকা খরচ হবে।

বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।