ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লোকসানে বন্ধ হয়ে গেল সাপ্তাহিক ২০০০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
লোকসানে বন্ধ হয়ে গেল সাপ্তাহিক ২০০০ সাপ্তাহিক ২০০০ এর কয়েকটি প্রচ্ছদ

ঢাকা: অব্যাহত লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে ট্রান্সকম গ্রুপের প্রকাশনা সাপ্তাহিক ২০০০। বৃহস্পতিবার মুদ্রিত এ সাপ্তাহিকটি বন্ধের বিষয়ে কর্মীদের জানিয়ে দেন প্রকাশক মাহফুজ আনাম।



প্রকাশনা বন্ধের বিষযটি ম্যাগাজিনটির একাধিক সাংবাদিক বাংলানিউজকে নিশ্চিত করেন।

ট্রান্সকম গ্রুপের মালিকানায় বর্তমানে প্রকাশিত হচ্ছে বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার।

ম্যাগাজিনটির সঙ্গে জড়িত সাংবাদিকরা জানিয়েছেন, ট্রান্সকম কর্তৃপক্ষ কয়েকমাস আগে থেকেই প্রকাশনাটি বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে তা সাপ্তাহিক ২০০০ এর সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের জানায়নি। অবশেষে বৃহস্পতিবার ১৬ বছর আগে যাত্রা শুরু হওয়া এ সাপ্তাহিকটির প্রকাশক ম্যাগাজিনটি বন্ধের ঘোষণা দেন।

সাপ্তাহিকটির সঙ্গে দীর্ঘদিন জড়িত একজন সাংবাদিক বাংলানিউজকে বলেন, ‘কর্তৃপক্ষের হঠাৎ বন্ধের ঘোষণায় সাপ্তাহিকটির প্রায় সকল সাংবাদিক-কর্মচারী এখন বেকার হয়ে পড়েছে। কর্তৃপক্ষ চাইলে মাসখানেক আগে তাদের সিদ্ধান্তের বিষয়টি আমাদের জানাতে পারতো। ’

তবে কর্তৃপক্ষ সকলের প্রাপ্য বেতন দিয়ে দেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে এর সাংবাদিকরা জানিয়েছেন।

সাপ্তাহিক ২০০০ এর সহযোগী সম্পাদক মারুফ রায়হান বাংলানিউজকে বলেন, ‘প্রকাশক আমাদের আশ্বস্ত করেছেন আইন অনুযায়ী প্রত্যেকের আর্থিক পাওনা মিটিয়ে দিবেন। ’

তিনি বলেন, ‘সাপ্তাহিক ২০০০ এর প্রকাশক স্বনামধন্য সম্পাদক (ডেইলি স্টারের সম্পাদক)। তিনি ১৯৯৮ সালে আরেকজন সম্পাদককে (প্রয়াত শাহাদাত চৌধুরী) ভালোবেসে এ প্রকাশনাটির যাত্রা শুরু করেছেন। এ প্রকাশনাটি যখন বন্ধ করা হচ্ছে তখনও তার আন্তরিক সমবেদনা প্রকাশ পেয়েছে। ’

১৯৯৮ সালে যাত্রা শুরু করে সাপ্তাহিক ২০০০। প্রয়াত শাহাদাত চৌধুরী ছিলেন এর প্রতিষ্ঠাতা সম্পাদক। যাত্রা শুরুর পর থেকে অনেক সাড়া জাগানো প্রতিবেদন করে আলোচনায় ছিলো এ ম্যাগাজিনটি। ৩১ অক্টোবর সংখ্যাটিই হবে এ ম্যাগাজিনটির শেষ সংখ্যা।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।