ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাওয়া-কাওরাকান্দি রুটে ৫ ফেরি বিকল: তীব্র যানজট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

মাদারীপুর: মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটে গত ৩৬ ঘণ্টায় পাঁচটি ফেরি বিকল হয়েছে। এতে ফেরি সঙ্কটের কারণে দুই তীরে আটকা পড়েছে অসংখ্য গাড়ি।

সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিটিসি ঘাট সূত্রে জানা যায়, গত ৩৬ ঘণ্টায় মাওয়া-কাওরাকান্দি রুটের কিশোরী, যশোর ও কাকলীসহ ৫টি ফেরি বিকল হয়ে পড়েছে। মাত্র ৭টি ফেরি দিয়ে বর্তমানে গাড়ি পারাপার করা হচ্ছে।

এছাড়া নাব্যতা সঙ্কটে মাগুরখণ্ড-নাওডোবা-মাওয়া চ্যানেল দিয়ে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় গত ২দিন ধরে চ্যানেলটির আরও ২ কিলোমিটার নিচ দিয়ে ফেরি চলাচল করছে। এতে ফেরিগুলো প্রায় ২০ কিলোমিটার নদীপথ ঘুরে চলছে। ফলে বেশি সময় লাগছে ২ থেকে আড়াই ঘণ্টা।

বাড়তি পথ অতিক্রম এবং ফেরি সঙ্কটের কারণে উভয় ঘাটে বৃহস্পতিবার বিকেলে ৪ শতাধিক যানবাহন আটকে থাকতে দেখা যায়।

কর্তৃপক্ষের আশঙ্কা নাব্যতা সঙ্কটের কারণে চলমান চ্যানেলটি দিয়েও যেকোনো মুহূর্তে নৌযান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

বিআইডব্লিউটিসির সহকারি মহাব্যবস্থাপক আশিকুজ্জামান এসব বিষয়ের সত্যতা স্বীকার করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘নাব্যতা সঙ্কটের কারণে ফেরিগুলোকে দুই কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হচ্ছে। সেটিও যেকোন মুহূর্তে বন্ধ হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।