ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংসদ এলাকা থেকে তালুকদার ফিলিং স্টেশন সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

ঢাকা: নিরাপত্তার স্বার্থে সংসদ ভবন এলাকা থেকে তালুকদার ফিলিং স্টেশনটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেন।



ফিলিং স্টেশনটি সরিয়ে নিতে ২০০৯ সালের ৪ আগস্ট হাইকোর্টের মাধ্যমে মালিকপক্ষকে নোটিশ দিয়েছিল গণপূর্ত অধিদপ্তর। ওই বছরের ১৭ আগস্ট এটির স্বত্বাধিকারী আমেনা বেগম এ নোটিশকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেন।

আজ শুনানি শেষে হাইকোর্টের বেঞ্চ গণপূর্ত অধিদপ্তরের নোটিশকে বৈধ ঘোষণা করে আমেনা বেগমের রিট খারিজ করে দেন।

শুনানিতে আমেনা বেগমের পক্ষে ব্যারিস্টাার শফিকুর রহমান ও ড. এম জহির এবং সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা অংশ নেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।