ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেতু ভেঙে নড়াইল-যশোর সড়কে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

নড়াইল: নড়াইল-যশোর সড়কের সিতারামপুর নামকস্থানে লোহার সেতু ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবা সন্ধ্যায় এ ঘটনা ঘটে।



প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে নড়াইলগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-০৩৮৯) নড়াইল-যশোর সড়কের সিতারামপুর নামকস্থানে ওই সেতুর ওপর উঠলে সেতুটি ভেঙে ট্রাকটির পেছনের অংশ নিচে পড়ে যায়। সেতুর সঙ্গে আটকে থাকা ট্রাকের সামনের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও নড়াইল-যশোর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে পাথরবোঝাই ট্রাকটি সেতুর ওপর উঠতেই সেতুটি ভেঙে নিচে পড়ে যায়।

নড়াইলের উপ-বিভাগীয় প্রকৗশলী সিদ্দুকুর রহমান জানান, আগামী চব্বিশ ঘণ্টা মধ্যে যানবহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন ঘনটাস্থল পরিদর্শন শেষে জানান, যানবহন চলাচল স্বাভাবিক করার জন্য দ্রুত সেতু মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।