ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্থ উপার্জনে মালয়েশিয়ায় গিয়ে লাশ হয়ে ফিরলেন নওগাঁ’র মজিদ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

নওগাঁ : অর্থ উপার্জন করে নিজের ভাগ্য বদলাতে মালয়েশিয়া গিয়ে বৃহস্পতিবার লাশ হয়ে ফিরলেন নওগাঁ’র মহাদেবপুরের আব্দুল মজিদ (২৮)।

গত শনিবার সে তার কর্মস্থল মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের কাছে রাউহায় শহরে পাইপ লাইনে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।



তার বাবা উপজেলার উত্তরগ্রামের মেছের আলী জানান, বুধবার রাতে তার লাশ মালয়েশিয়া থেকে বিমানযোগে ঢাকায় আসে।

বৃহস্পতিবার বিকেলে তার লাশ গ্রামের বাড়ী পৌঁছায়।

এ সময় তার বাবা , মা, স্ত্রী, সন্তান ও নিকটাত্মীয়রা  কান্নায় ভেঙ্গে পড়েন। বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  

সে স্ত্রী স্বপ্না ও ৪ বছরের একমাত্র পুত্র স্বাধীনকে রেখে গেছে।

বাংলাদেশ সময় : ২১৪৩ ঘন্টা, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।