ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দক্ষিণ কোরিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এদিন সকালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বাণী পাঠ করা হয়।

এরপর আলোচনা সভা ও শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে ছিল স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।

এছাড়াও বঙ্গবন্ধুর জীবনের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ