ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনা সেতুর ওপর লাইনচ্যুত ট্রেন উদ্ধার

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল শুরু

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): মেঘনা সেতুর ভৈরব প্রান্তে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। রাত পৌনে ৯টায় উদ্ধারকাজ সম্পন্ন হলে সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।



আশুগঞ্জ রেলস্টেশন মাস্টার আবদুল্লা ফারুক লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আখাউড়া থেকে আসা একটি উদ্ধারকারী দল ক্রেনের সাহায্যে লাইনচ্যুত বগিগুলো রাত পৌনে ৯টার দিকে উদ্ধার করে।

প্রথমে ভৈরব থেকে যাওয়া একটি উদ্ধারকারী দল লাইনচ্যুত বগি উদ্ধারে চেষ্টা চালায় বলে জানান আশুগঞ্জ রেলস্টেশন মাস্টার।

আবদুল্লাহ ফারুক আরও জানান, সেতুর ওপরে ট্রেন লাইনচ্যুত হওয়ায় উদ্ধারকাজ বিলম্বিত হয়।

উল্লেখ্য, মেঘনা সেতুর ভৈরব প্রান্তে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী এবং সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েনর এসব ট্রেনের যাত্রীরা।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।