ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাতারে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

ঢাকা: কাতারের রাজধানী দোহায় বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিমান অফিসের কর্মকর্তাসহ কাতারে বসবাসকারী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে অংশ নেন।



দোহার বাংলাদেশ দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস কার্যালয়ে সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিবসটি উপলক্ষে দেওয়া বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

রাষ্ট্রদূত শাহাদত হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিমানের কাতার কান্ট্রি ম্যানেজার এটিএম জি মোস্তফা প্রমুখ।

দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয়। এতে দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এছাড়া দূতাবাসের আয়োজনে প্রীতি ফুটবল ও ভলিবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ