ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় আজ শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

কুষ্টিয়া: কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব।

উৎসবকে কেন্দ্র করে মরমী সাধক ফকির লালন শাহের মাজার প্রাঙ্গণ এখন মুখরিত।



এরই মধ্যে দেশ-বিদেশের অগণিত লালন অনুসারী আর সাধুভক্তরা এসে পৌঁছেছেন মাজার প্রাঙ্গণে।

সাইজি লালনের চরণধুলি পেতে অনুসারীরা মাজারের ভেতর ও বাইরে ধ্যানে মগ্ন ।

মাজারের চারদিকে একতারা আর দোতারার শব্দে প্রকম্পিত পুরো এলাকা।

লালনের আধ্যাত্মিক গানে মগ্ন  বাউল শিল্পীরা।

মাজারের ঠিক বাইরে কালী নদীর পাড়ে প্রতিবারের মত বসেছে গ্রামীণ মেলা।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্টল মালিকরা হরেক রকম পসরা সাজিয়ে বসেছেন এই মেলায়।

একতারা, দোতারা, ফকির লালনের প্রতিকৃতি মেলার প্রধান আকর্ষণ হলেও সব ধরনের পসরা মিলছে এখানে।

মেলার এক কোনে নাগর দোলাও বসানো হয়েছে।

প্রতিবারের মত এবারও থাকছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লালন মঞ্চে দেশের বিশিষ্টরা আলোচনায় অংশ নেবেন।

বাউল সঙ্গীতে মাতিয়ে রাখবেন দেশের খ্যাতনামা ও লালন একাডেমির শিল্পীরা।

এদিকে পাঁচদিনব্যাপী লালন স্মরণোৎসবকে ঘিরে প্রশাসনের প থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

যেকোনো নাশকতা এড়াতে র‌্যাব ও পুলিশের বিশেষ নজরদারী রাখা হয়েছে বলে জানিয়েছেন লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী খান।  

তাইজাল আলী খান জানান, বাউল সম্রাট লালন শাহের জীবদ্দশায় চৈত্র মাসের প্রথম সপ্তাহে পূর্ণিমার রাতে দোলপূর্ণিমার উৎসব উদযাপন করা হতো।

সেই থেকে লালন ভক্তরা প্রতি বছর এ উৎসব উদযাপন করে থাকেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে এবার ভিন্ন আমেজের স্মরণোৎসব উপল্েয এরই মধ্যে আখড়া বাড়িতে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবীব বাংলানিউজকে জানিয়েছেন, ৫দিনব্যাপী স্মরণোৎসব হবে শান্তিপূর্ণ।

এ উপলে প্রশাসনের প থেকে গ্রহণ করা হয়েছে কঠোর পদপে।   ১৮ মার্চ থেকে শুরু হবে উৎসব। শেষ হবে ২২ মার্চ।

বাংলাদেশ সময় : ২০১৫ ঘন্টা, ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।