ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির ১৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
রাজধানীতে অজ্ঞান পার্টির ১৩ সদস্য আটক ছবি : জাহিদুল ইসলাম - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
সোমবার দিনগত রাতে তাদের আটক করা হয়।


 
মঙ্গলবার দুপুরে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
 
আটকরা হলেন  মো. আলম (৪৪), আহম্মদ আলী (৪৪), রনি (২৩), জয়নাল মুন্সি (২৩), সবুজ মিয়া (৩৯), জয়নাল মাতুব্বর (২৪) ও জাকির হোসেন (৬৮)।

মতিঝিলের আরামবাগ শাহ চন্দ্রপুরী হোটেলের সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য পূর্ব বিভাগের সদস্যরা তাদের আটক করে।
 
অন্যদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের গাড়ি চোর প্রতিরোধ টিমের সদস্যরা শাপলা চত্বর থেকে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে আটক করে।
 
তারা হলেন চান মিয়া (৫৪), সুলতান (২৭), হাবিব (৫৯), জহুরুল হক (৪৫), মজনু (৩০) ও মামুন (২৬)।
 
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা য়ায়, অজ্ঞান পার্টির এসব সদস্য রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বাসে ও ট্রেনের যাত্রীদের চেতনা নাশক ওষুধ দিয়ে অচেতন করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যেতেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।