ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে নারী সদস্যসহ হিযবুত তাওহীদের ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

রাজশাহী: রাজশাহী মহানগরীর তালাইমারী ট্রাফিক মোড় এলাকা থেকে এক নারী সদস্যসহ জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটকের সময় র‌্যাব তাদের কাছ থেকে দলের লিফলেট, ক্যালেন্ডার ও কিছু বই উদ্ধার করেছে।



র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা শনিবার সন্ধ্যায় নগরীর তালাইমারী এলাকায় লিফলেট, সিডি এবং দাজ্জাল স¤পর্কিত বই বিতরণের সময় হিজবুত তাওহীদ সদস্যদের গ্রেপ্তার করে।

এরা হচ্ছে নগরীর বাজে কাজলা এলাকার ডলি বেগম (২৩) ও চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের রাজন (১৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ওই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad