ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবি ছাত্রের মৃত্যুর ঘটনা তদন্তে তথ্য আহ্বান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র রেদওয়ানের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য আহ্বান করা হচ্ছে।

ওই ঘটনার পর গঠিত তদন্ত কমিটি রোববার বিকেল তিনটায় ওই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষীদের ঢাকা বিশ^বিদ্যালয় উপ-উপাচার্যের অফিসকে জানাতে বলা হয়েছে।




গত ৫ মার্চ রোববার রাতে মতিঝিল এলাকায় পরিবহন শ্রমিকদের হামলায় আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র মো. রেদওয়ান চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই তার মৃত্যু ঘটে।

রেদওয়ানের মৃত্যুর পরদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টর অফিসসহ কয়েকটি অফিস/বিভাগ ভাংচুর, ঢাকা শহরের মৎস্যভবন, শাহবাগ ও নীলতে এলাকায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনা তদন্তে করে রিপোর্ট দেওয়ার জন্য ওই দিনই রাতেই বিশ^বিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা হয়। সভায়  বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদকে আহবায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।