ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

নীলফামারী: জেলার সদর উপজেলার টুপামারী বাজারসংলগ্ন এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ফেরদৌস আলম (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি টুপামারী ইউনিয়নের নিত্যানন্দি গ্রামের আলহাজ জসিম উদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেনের ছোটভাই।



এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১০টায় রামগঞ্জ বাজারের তার কাপড়ের দোকান থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় যাওয়ার সময় টুপামারী বাজারসংলগ্ন বাদিয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১১-১০৬৯) তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

উত্তেজিত এলাকাবাসী মাইক্রোবাস ও এর চালককে আটক করেছে।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, মাইক্রোবাসটির একটি হেডলাইট নস্ট ছিল।

ঘাতক মাইক্রোবাস ও এর চালককে আটক করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad