ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জরুরি ভিত্তিতে গ্যস সংকটের সমাধান চেয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রামকে ‘বিশেষায়িত শিল্পাঞ্চল’ হিসেবে গড়ে তুলতে জরুরি ভিত্তিতে গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

শনিবার বিকেলে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ দাবি জানান।



এসময় ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রামে অনেক শিল্প প্রস্তুত হয়ে আছে। কিন্তু গ্যাসের অভাবে উৎপাদনে যেতে পারছেনা।

এছাড়া কর্ণফুলী গ্যাস কোম্পানি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, কঠোর নিয়ননীতির কারণে এ কোম্পানি থেকে গ্রাহকরা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেনা।

মত বিনিময় সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ২০১২ সালের মধ্যে সারা দেশে গ্যাস সংকট নিরসনে সরকার সচেতন আছে। এছাড়া সাময়িক গ্যাস সংকটের সমাধানে প্রয়োজনে সেমুতাং ফিল্ড থেকে গ্যাস জাতীয় গ্রিডের পরিবর্তে চট্টগ্রামে সরবরাহ করা হবে।

পরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া চেম্বার আয়োজিত ১৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।