ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

পাবনা: পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ধাক্কায় বাহেছ প্রামাণিক (৪৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার অভিরামপুর ঈদগাহ মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে।



নিহত বাহেছ প্রামাণিক আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ট্রাক্টরসহ চালক রওশন আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বাংলানিউজকে জানান, বাহেছ প্রামাণিক ঘটনার সময় বাড়ি ফিরছিলেন। ওই স্থানে পৌঁছামাত্র একটি ট্রাক্টর তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

আটঘরিয়া থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ট্রাক্টর চালককে আসামি করে শনিবার বিকেল ৪টার দিকে আটঘরিয়া থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ট্রাক্টরসহ চালক রওশন আলী (৩৫)কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রওশন আলী একই উপজেলার সঞ্জয়পুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।