ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বার্ড ফু: কুষ্টিয়ায় ১৪ হাজার মুরগি নিধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ৯, ২০১১

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বার্ড ফু আক্রান্ত প্রায় ১৪ হাজার মুরগি নিধন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার রাত ১২টায় শহরতলীর বারখাদা উত্তরপাড়ার কুষ্টিয়া এগ্রো ফার্মে এসব মুরগি  মেরে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ সময় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া এগ্রো ফার্মে ২ মার্চ থেকে মুরগি মরতে শুরু করলে গত সোমবার সিভিল সার্জন মরা মুরগির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠান।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ কর্মকর্তা অজয় কুমার রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল হোসেন ও আবুল কালাম, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা পশু চিকিৎসক ডা. রাশেদুল হক ও আসাদ প্রমুখ।

কুষ্টিয়া এগ্রো ফার্মের মালিক তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান, তার খামারের ৭০ থেকে ৮০ লাখ টাকার মুরগি নিধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।