ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদম শুমারিতে দলিত সম্প্রদায়কে অন্তর্ভূক্ত করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১১

ঢাকা: আগামী ১৫ মার্চ থেকে অনুষ্ঠেয় আদম শুমারিতে দেশের দলিত সম্প্রদায়কে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘শারি’। বুধবার সকালে জাতীয় প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।



এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ।

বক্তব্যে তিনি বলেন, ‘দলিত সম্প্রদায় বলতে দেশের সুইপার, ঋষি, ডোম, কাওড়া ও জেলেদের বোঝায়। অতীতের আদম শুমারিতে এসব লোকজনকে বাদ দিয়ে গণনা করা হয়েছে। বর্তমানে দেশে প্রায় ৭০ লাখ দলিত সম্প্রদায়ের লোক বসবাস করছে। ’

তিনি আরো বলেন, ‘সমাজের একজন নাগরিক হিসেবে এই লোকদের আদম শুমারিতে অন্তর্ভূক্ত করা সরকারের দায়িত্ব। তাই আমরা শুমারির গণনায় আলাদা কলাম রেখে তা গণনা করার জোর দাবি জানাচ্ছি। ’
 
সংবাদ সম্মেলনে এ সময় দলিত সম্প্রদায়ের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময় ১৩১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ