ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্রামীণের নতুন এমডি পেতে সার্চ কমিটি হচ্ছে

আমি যা বলেছিলাম তা-ই সত্যি হলো: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১১
আমি যা বলেছিলাম তা-ই সত্যি হলো: অর্থমন্ত্রী

ঢাকা: ড. মুহাম্মদ ইউনূসের রিট আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে যাওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, এর মধ্য দিয়ে আমি যা বলেছিলাম তা-ই প্রমাণিত হলো।

একটি সার্চ কমিটি গঠন করে গ্রামীণ ব্যাংকের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে সার্চ কমিটি প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাননি অর্থমন্ত্রী।

বুধবার সকালে হোটেল শেরাটনে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি এ রায়ে খুশি। আমি যে সত্য কথা বলেছিলাম, রায়ে তা-ই প্রমাণিত হয়েছে। ’

গত বুধবার কেন্দ্রীয় ব্যাংক  গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল শান্তি পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট করলে মঙ্গলবার ওই আবেদনসহ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দায়ের করা আবেদনটিও খারিজ হয়।


বাংলাদেশ সময় ১৩৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।