ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানিয়াচংয়ে আগুনে ১৪দোকান ও ২বসতবাড়ি ছাই

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১১
বানিয়াচংয়ে আগুনে ১৪দোকান ও ২বসতবাড়ি ছাই

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার করিম বাজারে বুধবার সকালে এক অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ও ২টি বসতবাড়ি পুড়ে গেছে।

এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।



হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার আজিজুল হক বাংলানিউজকে জানান, ভোর ৫টা ৪০ মিনিটে করিম বাজারের সুবল টি-স্টলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কোটি টাকার ক্ষয়-তির কথা অস্বীকার করে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৮/১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পরে এ পরিমাণ কম-বেশি হতে পারে।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ ফেরদৌস খান ও প্রেসকাব সভাপতি হাফেজ সিদ্দিক আহমেদ বাংলানিউজকে জানান, আগুনে এস এম এস টেলিকম, খন্দকার টেলিকম, হাবিব টেলিকম, হাসান টেলিকম, ইত্যাদি ফ্যাশন, লস্কর ফার্মেসি, বণিক জুয়েলার্স, মাহবুব স্টোর, হাবিব পোল্ট্রিফার্ম, একটি লন্ড্রি দোকান, কালা শাহ্ নকশা ঘর, ছানাউল্লাহর গ্যাস লাইটের দোকান ও মতি মিয়ার বসতবাড়িসহ ১৪টি দোকান ও ২টি বসতবাড়ি পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।