ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জ জেলা প্রশাসনের কর্মচারী ছুরিকাহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১১

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসকের রেকর্ড রুমের প্রধান সহকারী নুরুজ্জামান দুর্বৃৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টায় নিজ কক্ষে তিনি ছুরিকাহত হন।



সুনামগঞ্জ সদর হাসপাতালের জারুরি বিভাগে কর্মরত ব্রাদার বুরহান উদ্দিন বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

আহত নুরুজ্জমান জানান, সকাল সোয়া ৯টার দিকে সুনামগঞ্জ পৌরশহরের বড়পাড়ার মৃত আতাউর রহমানের ছেলে আলাউদ্দিন ধারালো ছুরি নিয়ে তার কক্ষে আসেন। এ সময় তিনি তার কাজটি আগে করে দিতে বলেন। এর উত্তরে নুরুজ্জামান তাকে অফিসের নিয়ম-নীতি মেনে কাজটি করতে বললে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে যান। এর পরপরই কাছে থাকা ছুরি দিয়ে নুরুজ্জামানকে ছুরিকাঘাত করেন আলাউদ্দিন।

হাত দিয়ে ঠেকাতে গিয়ে নুরুজ্জামান কনুইতে আঘাতপ্রাপ্ত হন।

এ সময় তার চিৎকারে সহকর্মীরা ছুটে এসে আলাউদ্দিনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ এবং নুুুরুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান বাংলানিউজকে জানান, আলাউদ্দিনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।