ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাইকোর্টের সামনে ইসলামী ঐক্যজোটের মানববন্ধন থেকে আটক ৪৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ৯, ২০১১

ঢাকা: হাইকোর্টের সামনে ইসলামী ঐক্যজোটের মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। পাশাপাশি সংগঠনটির ৪৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।



বুধবার সকালে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সম-অধিকারের বিধান রেখে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার খসড়া  মন্ত্রিসভায় অনুমোদন করার প্রতিবাদে দলটি এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

শাহবাগ থানা পুলিশ, দলীয় ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে সকাল থেকেই ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা হাইকোর্টের সামনে জড়ো হতে থাকেন। মানববন্ধনে দলটির একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার আসার আগেই পুলিশ মানববন্ধনে আসা সংগঠনটির নেতা-কর্মীদের সরিয়ে দেয় এবং ৪৭ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: রেজাউল করীম ৪৫জনকে আটক করার কথা স্বীকার করেছেন। তবে তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে না বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত সোমবার জাতীয় নারী উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা।

বাংলাদেশ সময়: ১১১০ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।