ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউপি নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়: সিইসি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১১
ইউপি নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়: সিইসি

মেহেরপুর: প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন স্থানীয় নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়। নির্বাচনের সময় কেউ দলীয় প্রভাব খাটালে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সিইসি বলেন, এইচএসসি পরীক্ষার জন্য বাকি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী মে মাসে অনুষ্ঠিত হবে।

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বুধবার সকালে নির্বাচনী সার্ভার স্টেশন উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক বেঞ্জামীন হেমব্রম, জেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ আলী, এডিসি খন্দকার হোসেন আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আজাদুর রহমান, এএসপি মাহিদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।