ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হত্যা মামলায় পার্বতীপুরে দুই সহোদর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হত্যাকা-ের ঘটনায় দায়ের করা মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর রেলওয়ে পুলিশ।

পার্বতীপুর রেলওয়ের জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে জানান, সোমবার রাত পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা পুলিশ উপজেলার পশ্চিম শেরপুর তেলীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তছলিম উদ্দিনের ছেলে নুর আমিন (৩৩) ও আইয়ুব হোসেনকে (৩০) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।



গ্রেপ্তারের পর দুই সহোদরকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।  

উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালের ১ অক্টোবর গভীর রাতে উপজেলার পশ্চিম শেরপুর তেলীপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রাজ্জাককে (৩৫) হত্যা করে লাশ পার্বতীপুর-ভবানীপুর রেলস্টেশনের মাঝামাঝি পিরোজপুর গ্রামের কাছে রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা।

পরে রাজ্জাকের লাশ ট্রেনে কাটা পড়া অবস্থায় পুলিশ উদ্ধার করে মর্গে পাঠান।

ময়না তদন্তের রিপোর্টে জানা যায়, রেল লাইনে কাটা পড়ে নয়, রাজ্জাককে অন্য কোথাও হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হয়েছিল।

এ ঘটনায় নিহতের মামা শহীদুল ইসলাম জমিজমা ৫ জনকে আসামি করে পার্বতীপুর জিআরপি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।