ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় স্কুল ছাত্রী হত্যা মামলায় একজনের ফাঁসি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটের স্কুল ছাত্রী শাহানা হত্যা মামলায় দুই আসামির একজনের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর  ২টায় দেওয়া এ রায়ে আসামি মীর হোসেন বেছু মিয়াকে মৃত্যুদণ্ড ও ওহাব মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।



আসামিদের দু’জনই বর্তমানে পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালে কুমিল্লার নাঙ্গলকোটের বাতুপাড়া গ্রামের নবম শ্রেণীর ছাত্রী শাহানাকে প্রেমের প্রস্তাব দেয় মীর হোসেন বেছু মিয়া ও তার সঙ্গী ওহাব মিয়া। কিন্তু শাহানা এতে সাড়া দেয়নি। এর জের ধরে গভীর রাতে ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

মামলার স্ব্যা গ্রহণ শেষে জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনাল আদালতের বিচারক দেওয়ান সফিউল্লাহ এ রায় প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ