ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ইউপি সদস্যের হাত-পায়ের রগ কর্তন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ইউপি সদস্য করম আলী চোকদারের (৫০) ওপর হামলা চালিয়ে তার হাত-পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ।

মঙ্গলবার সকালে উপজেলার মোক্তারহাটে এ ঘটনা ঘটে।



সিডিখান ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘গ্রাম্য রাজনৈতিক দলাদলিকে কেন্দ্র করে আগামী ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী চাঁনমিয়া শিকদার তার সন্ত্রাসী বাহিনীর সদস্য মাসুম সরদার, রাসেল বেপারী, জসিম ঢালী ও ইয়ামিন হোসেন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে করম আলীর ওপর এ হামলা চালায়। ’
 
কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় মোক্তারহাটে ইউপি সদস্য করম আলী চোকদারের লোকজনের সঙ্গে চাঁনমিয়া শিকদারের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার রেশ ধরে পরের দিন মঙ্গলবার সকালে করম আলী চোকদার বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপরে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। একপর্যায়ে তারা করম আলীর হাত-পায়ের রগ কেটে ফেলে।
 
ওসি জানান, আহত ইউপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।