ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শান্তির ধর্ম ইসলামে জঙ্গিবাদের স্থান নেই -খতিব সালাহ্ উদ্দিন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

ফেনী: ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনও স্থান নেই।

আমাদের নবী-রাসুলগণ মানুষকে সুন্দর কথা ও কাজের মাধ্যমে ইসলাম ধর্মে আকৃষ্ট করেছেন। হত্যা, হানাহানি, মারামারি করে নয়। ’

সোমবার রাত ১০টায় ফেনীর দাগনভূঁঞা আতাতুর্ক হাইস্কুল ময়দানে শুরু হওয়া বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর আল্লামা সালাহ্ উদ্দিন।

খতিব আরও বলেন, ‘এ দেশে ইসলামের দাওয়াত এসেছে ওলি আউলিয়াদের মাধ্যমে। সন্ত্রাস, বোমাবাজি ও মানুষ হত্যার মাধ্যমে নয়। যারা মানুষ হত্যার মাধ্যমে ইসলাম প্রচার করতে চায়, তারা ইসলামের কেউ নয়। তারা বিধর্মীদের দালাল। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ’

দাগনভূঁঞা বড় মসজিদের খতিব আল্লামা মুফতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দাগনভুঞা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োতিজ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।

মাহফিলে আরও বক্তব্য রাখেন, ঢাকার আজিমপুর বায়তুল করিম জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসেন হেলালী, দাগনভূঁঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ফেনী সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা এটিএম কায়কোবাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।