ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিল্প কারখানার বর্জ্য থেকে পরিবেশ রক্ষায় আইন করা হবে: শিল্পমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

ঢাকা: শিল্প কারখানার বর্জ্য থেকে পরিবেশ রক্ষায় দ্রুত পরিবেশবান্ধব আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া।

পাশাপাশি রাজধানীর হাজারীবাগের ট্যানারি সাভারে স্থানান্তরে ইটিপি প্লান্ট স্থাপনের টেন্ডার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।



মঙ্গলবার সকালে সাভারের রাজাসন কৃষ্ণপুরে এসএস পাইপ কারখানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক গফুর প্রধান, স্থানীয় পৌর কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।