ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোক্তাপর্যায়ে সিএনজি’র বিক্রয় মূল্য বৃদ্ধির প্রস্তাবে গণশুনানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

ঢাকা: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ভোক্তাপর্যায়ে সিএনজি’র বিক্রয় মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ শুনানির আয়োজন করে।



পেট্রোবাংলা গত বছরের ১৪ অক্টোবর ভোক্তা পর্যায়ে সিএনজির বিক্রয়মূল্য হার বৃদ্ধির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব করলে কমিশন তা আমলে নিয়ে পাচঁ সদস্য বিশিষ্ট একটি  কমিটি গঠন করে এই গণশুনানির আয়োজন করে।

গণশুনানিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিইআরসি’র চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. ইমদাদুল হক ও ড.সেলিম মাহমুদ।

শুনানিতে এফবিসিসিআই, ক্যাব, সিএনজি ফিলিং স্টেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়ে নিজেদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

পেট্রোবাংলার পক্ষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পেট্রোবাংলার চেয়ারম্যান হুসেন মনসুর
 ও পরিচালক (অর্থ) আতাউল হক।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ৮ মার্চ ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।