ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আন্তর্জাতিক নারী দিবসে নরসিংদীতে গাভী-ঋণ উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার খৈনকুট গ্রামে বিশ্বনারী দিবসের সকাল থেকেই উৎসবের আমেজ।

দিবসটি উপলে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক আয়োজন করেছে গাভী-ঋণ বিতরণ উৎসবের।

এই উৎসবে গাভীপালন ঋণ কর্মসূচির আওতায় ৭৬ জন হতদরিদ্র কৃষাণীর হাতে প্রায় ২৩ লাখ টাকার চেক  তুলে দেওয়া হয়।

এই প্রকল্পের আওতায় নারীর মতায়নের মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নে পর্যায়ক্রমে মোট ৫ হাজার ৬০০ কৃষাণীকে গাভী দেওয়া হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের পল্লী ঋণ, এসএমই ও মাইক্রোক্রেডিট বিভাগের উপ- মহা ব্যবস্থাপক মোবারক হোসেন  জানান, শুধু গাভী-ঋণ উৎসব নয়, আজ এলাকার জন্ম নিয়ন্ত্রণে আদর্শ মায়ের ভূমিকা পালন, উর্বরা বা জৈব সার উৎপাদনে সফলতা অর্জন, বীষমুক্ত সবজি উৎপাদনে সফলতা অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের নরসিংদী অঞ্চল প্রধান মো. নাজমুল হক, সিলেট পূর্বাঞ্চল প্রধান মো. ইসমাইল।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।