ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪২ উদ্যোক্তাকে সিআইপি কার্ড দেওয়া হলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

ঢাকা: বাণিজ্যিক এবং শিল্পখাতে বিশেষ অবদানের জন্য ৪২ জন উদ্যোক্তাকে মঙ্গলবার সিআইপি (শিল্প ২০১০) কার্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলের মার্বেল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, এমসিসিআই সভাপতি মেজর জেনারেল (অব) আমজাদ খান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব এ বি এম খোরশেদ আলম।

চারটি ক্যাটাগরির এই ৪২ জন উদ্যোক্তার মধ্যে পদাধিকারবলে ১০ জন, বৃহৎ শিল্পে ১৮ জন, মাঝারি শিল্পে নয় জন এবং ক্ষুদ্র শিল্পে পাঁচ জনকে এই কার্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।