ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিচার বিভাগ ও গণমাধ্যম দলীয়করণের চেষ্টায় সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪
বিচার বিভাগ ও গণমাধ্যম দলীয়করণের চেষ্টায় সরকার

ঢাকা: বিচারপতিদের অভিশংসন ও সম্প্রচার নীতিমালা সম্পর্কে জেএসডি নেতারা বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণের পর এখন বিচার বিভাগ ও গণমাধ্যমকে দলীয় কর্তৃত্বাধীন করার উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভার রাজনৈতিক প্রস্তাবে এসব কথা বলা হয়েছে।



সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

সভায় বলা হয়, সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ দলীয় কর্তৃত্বাধীন করেছে। এ ব্যবস্থার অধীনে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করেছে। এখন বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা পার্লামেন্টে নেয়া ও জাতীয় সম্প্রচার নীতিমালার নামে সংবাদ মাধ্যমকে ‘যমটুপি’ পড়িয়ে দেয়া হয়েছে।

তারা অবিলম্বে ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিল করার দাবি জানান। পাশাপাশি রাষ্ট্রপতি, সংসদ বা বর্তমানে বিদ্যমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে নতুনভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে, ওই কাউন্সিলের হাতে বিচারকের নিয়োগ, পদন্নোতি, বেতন-ভাতা নির্ধারণ ও প্রয়োজনে অব্যাহতিদানের ক্ষমতা দেওয়ার আহ্বান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন এম এ গোফরান, আতাউল করিম ফারুক, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুল খালেক, দেলওয়ার হোসেন, ডা. জবিউল হোসেন, এস এম আনছার উদ্দিন, আবদুর রাজ্জাক রাজা, আবদুল জলিল চেয়ারম্যান, এ. কে. এম হুমায়ুন কবির, শফিউল আলম, আতাউল্লা বিশ্বাস কচি, লাচেন খান রিন্টু, আমির উদ্দিন, অ্যাডভোকেট তাজ উদ্দিন সবুজ, নুরুল ইসলাম মাস্টার, আনোয়ারুল কবির মানিক, আবদুল মান্নান মাস্টার, নুরুর রহমান চেয়ারম্যান, মোশাররফ হোসেন, রেজাউল বারী দিপন, অ্যাডভোকেট আ. ফ. ম মহসীন, আমিন উদ্দিন বিএসসি, আবদুল লতিফ বিশ্বাস, শুধাংসু সরকার, অজয় কুমার সাহা প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad