ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবির ছাত্র নিহতের ঘটনায় তদন্ত কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০১১

ঢাকা: মতিঝিলে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদকে আহবায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক সদরুল আমীন, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক মঈনুল ইসলাম, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও মোহাম্মদ মনিরুজ্জামান।

তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া নিহত  রেদওয়ানুল ইসলাম ওরফে রেজোয়ানের এর পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সিন্ডিকেট সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক।

বাংলানিউজকে তিনি বলেন, ‘আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছি। দোষীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad