ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

তদন্তে ফের ৬০ দিন সময় চেয়েছে সিআইডি

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১১

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত হত্যা মামলার তদন্তে ফের ৬০ দিন সময় চেয়েছে সিআইডি।

রোববার মামলার সংশ্লিস্ট আইনজীবী অ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল বাংলানিউজকে জানান, এ নিয়ে মামলাটির তদন্তে আট বার সময় চাইল তদন্ত কর্মকর্তা।

এরই মধ্যে সাত বারে ১ বছর ৭ মাস সময় বাড়িয়েছেন আদালত।

সময় চাওয়ার আবেদনটি সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১ মার্চ ২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত বিস্ফোরক আইনের মামলাটির তদন্ত আগামী ৪ এপ্রিলের মধ্যে শেষ করা নির্দেশ দিয়েছিন মহানগর দায়রা জজ জহুরুল হক।  

মামলায় ৬১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্রপক্ষ ২০০৯ সালের ২৫ জুন মামলাটি অধিকতর তদন্তের আবেদন করেন। ২০০৯ সালের ৩ আগস্ট বিচারক ২ মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দানের জন্য পুলিশের আইজিকে নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নির্মমভাবে নিহত হন।

সাবেক বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন শতাধিত নেতা-কর্মী।

এ ঘটনায় মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ ফারুক আহমেদ বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।